প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
মহান বিজয় দিবসে সন্ধি’র ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

শহর সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে সপ্তাহ্ ব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে দেওভোগের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন ‘সন্ধি। এসব ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা, মোরগ লড়াই, চকলেট দৌড়, দৌড় ও হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতা ছিলো অন্যতম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে পশ্চিম দেওভোগস্থ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় মহান বিজয় দিবসের দিন উৎসব মুখোর পরিবেশে সেই ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান, বাংলাদেশ নিটিং পার্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি মো: আবু তাহের শামীম, সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক খাঁন আব্দুল কাদের মাহাবুব বাবু, মো: দুলাল মল্লিক, মো: শামসুল করিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশ সকলের, এদেশ আমাদের। এদেশটিকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্বও আমাদের। এ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। যা আজকে চিত্রাংকন করলো, যা আজকে ফুটবল খেললো, তাদেরকে এদেশ নিয়ে স্বপ্ন দেখাতে হবে। একদিন তারাই হবে এদেশের কর্ণধার। এ শিশুরা যাতে আগামী দিনে এদেশকে সুন্দরভাবে গড়ে তোলতে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি মো: নূর উদ্দিন সাগর বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয়মাস যুদ্ধের পর আজকের এ দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। এ স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। আমাদের বাংলাদেশীদের সংগ্রাম করে সেই স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে। আমরা তথা সন্ধি সামাজিক সংগঠন সেই স্বাধীনতার ইতিহাস রক্ষার্থে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও আমাদের বিজয় দিবসে চিত্রাংকনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসব ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা চাই, মুক্তিযুদ্ধের চেতনা যেন কখনও হারিয়ে না যায়। এ চেতনাকে ঘিরেই যেন বেড়ে উঠে বাংলাদেশ।
বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন পলাশ, সহ সভাপতি মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিক দাস, ক্রীড়া সম্পাদক অভি, কোষাধ্যক্ষ শংকর দাস, সাংস্কৃতিক সম্পাদক মো: রোহান, সমাজ কল্যান সম্পাদক নয়ন, টুটুল, নয়ন, আকাশ, শাহীন, তামিম, কার্যকরী সদস্য মো: রনি প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট